একজন পড়ুয়া থাকলেও বন্ধ হবে না স্কুল, বিধানসভায় জানালেন শিক্ষমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, বিধানসভায় বাজেট ভাষণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, একটিমাত্র পড়ুয়া থাকলেও কোনও স্কুল বন্ধ হবে না। পড়ুয়া এবং শিক্ষকশূন্য স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ব্রাত্য বলেন, একজন পড়ুয়াও স্কুলে আসতে চাইলে, সেই সুযোগ দেওয়া সরকারের কর্তব্য। পড়ুয়া না-থাকলে প্রয়োজনে প্রচার চালিয়ে তাদের স্কুলে আনতে হবে। কোনও স্কুল বন্ধ হবে না।
পড়ুয়াশূন্য স্কুলগুলি থেকে শিক্ষকদের অন্য স্কুলে বদলি, সারপ্লাস ট্রান্সফার, দু’টি স্কুলের সংযুক্তিকরণ নিয়ে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যদিও আদালত রাজ্য সরকারের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। কাজ শুরুও হয়েছে। শিক্ষামন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছে, ধীরে চলো নীতি নিয়েছে সরকার। বদলি বা সংযুক্তিকরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীই এগুলি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেবেন।