স্বস্তি! বিকেলে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস
March 20, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলাতে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।
উত্তরবঙ্গে জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।