দেশ বিভাগে ফিরে যান

মার্চে টানা চার দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে, সাধারণ মানুষদের সমস্যার সম্মুখিন হতে হবে বলে আশঙ্কা

March 20, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকল স্তরে আরও ভালো নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ এবং ব্যাঙ্কিং খাতে পাঁচ দিনের কাজ এবং দুদিন ছুটির দাবিতে ২৪ এবং ২৫ মার্চ দেশব্যাপী দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।

এই ফোরাম হল এমন একটি সমষ্টি যার মধ্যে নয়টি ব্যাঙ্ক ইউনিয়ন রয়েছে যারা সরকারি খাতের ব্যাঙ্ক, বেসরকারি খাতের ব্যাঙ্ক, বিদেশী ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের আট লক্ষেরও বেশি কর্মচারী ও কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের (এআইবিওসি) সহ-সভাপতি পঙ্কজ কাপুর এএনআই-কে জানিয়েছেন, “২২ মার্চ থেকে চার দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে। ২৩ মার্চ ব্যাঙ্ক ছুটির দিন, আর ২৪-২৫ মার্চ ধর্মঘট। এর ফলে ক্লিয়ারিং হাউস, নগদ লেনদেন, রেমিট্যান্স, অগ্রিম—সবকিছু ২২ মার্চ থেকে চার দিন বন্ধ থাকবে।” এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষের ব্যাঙ্কিং কাজে সমস্যা হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ইউএফবিইউ-এর দাবিগুলোর মধ্যে রয়েছে—সব স্তরে পর্যাপ্ত নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, সপ্তাহে পাঁচ দিনের কাজ, সাম্প্রতিক ডিএফএস/সরকারি নির্দেশিকা প্রত্যাহার যা চাকরির নিরাপত্তা হুমকির মুখে ফেলে, কর্মীদের মধ্যে বিভেদ ও বৈষম্য সৃষ্টি করে এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করে। এছাড়া, ব্যাঙ্ক কর্মীদের উপর অতি উৎসাহী গ্রাহকদের হামলা ও অপব্যবহার থেকে সুরক্ষা, পিএসবি-তে শ্রমিক/অফিসার পরিচালক পদ পূরণ, আইবিএ-র সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং গ্র্যাচুইটি আইন সংশোধন করে সরকারি কর্মীদের মতো সীমা ২৫ লাখ টাকা করা ও আয়কর মুক্ত করার দাবিও রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bank Strike, #India, #banking services

আরো দেখুন