মে-র দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, বড় ঘোষণা সংসদ সভাপতির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ’বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেই ফল প্রকাশ নিয়ে ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উল্লেখ্য, পুরনো নিয়মে চলতি বছরই ছিল শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৫-‘২৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন, মে মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যাবে। যদিও নির্দিষ্ট করে ফল প্রকাশের কোনও তারিখের উল্লেখ তিনি করেননি। এবার ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছে।
গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ৯০ হাজার পড়ুয়া। এবার সেই সংখ্যাটাই কমে হয়েছে প্রায় ৫ লক্ষ ৯ হাজারের মতো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক পদক্ষেপ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁস রুখতেও তৎপরতা ছিল।