এক দশকে শুধু ধনী ব্যবসায়ীদেরই ৯ লক্ষ কোটি টাকার ঋণ মকুব মোদী সরকারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১০ বছরে মোদী সরকার ১৬ লক্ষ কোটিরও বেশি টাকার ঋণ মকুব করেছে। এর মধ্যে সিংহভাগ ধনী ব্যবসায়ীদেরই ঋণ মকুব হয়েছে। পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা! সোমবার সংসদে লিখিতভাবে একথা জানাল খোদ কেন্দ্র। যদিও কারও নাম প্রকাশ করেনি সরকার। আইন অনুযায়ী নাম প্রকাশ করা যায় না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বলা হয়েছে, ২৯টি কোম্পানি রয়েছে, যারা হাজার কোটি টাকারও বেশি ঋণ মেটায়নি। অনাদায়ী ঋণের পরিমাণ ৬১ হাজার ২৭ কোটি টাকা। বিত্তবান ব্যবসায়ীদের ক্ষেত্রে এমনটা হলেও, বাড়ি-গাড়ি বা পার্সোনাল লোনের টাকা সময়মতো না মেটালে অন্য দৃশ্য দেখা যায়। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই ব্যাঙ্ক আম জনতার উপর চড়াও হয়। কিন্তু ধনী ব্যবসায়ীরা বছরের পর বছর ব্যাঙ্কের টাকা শোধ করছে না!
রাজস্থানের সিকরের সিপিএম সাংসদের প্রশ্ন ছিল, গত ১০ বছরে কত এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের ক্ষেত্রে ঋণ আপাতত মকুব (রাইট অফ) করেছে কেন্দ্র সরকার? ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের তালিকা তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোন বছর কত টাকা মকুব করা হয়েছে সে পরিসংখ্যান জানান। অর্থমন্ত্রী জানিয়েছেন, এখনও অবধি মোট ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৭৯ কোটি টাকা মকুব করা হয়েছে। যার মধ্যে লার্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ ধনী ব্যবসায়ীদের ৯ লক্ষ ২৬ হাজার ৯৪৭ কোটি টাকা মকুব করা হয়েছে।