সাকেতের বাক্যবাণে ঘায়েল শাহ, তাই মুলতুবি রাজ্যসভা! খোঁচা শিবসেনা সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভায় সাকেতের ঝাঁঝাল জবাবে দুঃখে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভেঙে পড়েছেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তাঁর সময় লাগবে, সেই কারণেই বৃহস্পতিবার বার বার রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়েছে; সশ্লেষে এমনই অভিযোগ আনলেন শিবসেনা সাংসদ (উদ্ধব) প্রিয়াঙ্কা চতুর্বেদী।
সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলনে, “গতকাল সাকেত যেভাবে ভাষণ দিয়েছেন, তাতে দুঃখে ভেঙে পড়েছেন অমিত শাহ। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাঁর আরও একদিন সময় লাগবে। তাই অধিবেশন বার বার মুলতুবি করে দেওয়া হচ্ছে। এটা লজ্জাজনক। আজ কোনও ইস্যুই ছিল না। সাংসদেরা আলোচনা করতেন। অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়ে আলোচনা করতেন। তাঁর জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আসতেই রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হল। দুই কক্ষেই হাঙ্গামা করা হল।” সাংসদের প্রশ্ন, “এহেন আচরণ কী প্রমাণ করে?”