অনলাইন গ্যাম্বলিং বন্ধ করতে কেন উদ্যোগ নিচ্ছে না মোদী সরকার? সরব তৃণমূল-সহ বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনলাইন গ্যাম্বলিং রুখতে কেন ইতিবাচক উদ্যোগ নিচ্ছে না মোদী সরকার? বৃহস্পতিবার লোকসভায় সরব হল কংগ্রেস এবং তৃণমূল। কংগ্রেসের এস জ্যোতিমণি এবং তৃণমূলের কীর্তি আজাদ প্রশ্ন তোলেন, অনলাইন গেমিং ইস্যুতে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে বা কেন? প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একে জটিল প্রক্রিয়া বলে দায় এড়িয়ে গিয়েছে। তিনি আরও জানান, রাজ্য ও কেন্দ্র উভয়েরই এটা বিষয়। জটিলতা রয়েছে।
উত্তরে সন্তুষ্ট না হয়ে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে জ্যোতিমণি বলেন, “কিশোর বয়সিদের মধ্যে অনলাইন জুয়া নেশার মতো হয়ে গিয়েছে। অনেকে আত্মহত্যাও করছে। স্রেফ তামিলনাড়ুতেই সম্প্রতি ৪৮ জন কিশোর আত্মহত্যা করেছে। তামিলনাড়ুর (কংগ্রেস-ডিএমকে) সরকার বিধানসভায় অনলাইন গ্যাম্বলিং বন্ধ করতে বিলও পাশ করেছে। কিন্তু কেন্দ্র যতক্ষণ না কিছু কড়া ব্যবস্থা নেবে, ততক্ষণ কিছু হবে না।” তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ বলেন, “এখন ক্রিকেটের ক্ষেত্রেও অনলাইন গেমিং চলে। তা জুয়ার সমান। তাই কেন সরকার কোনও ইতিবাচক উদ্যোগ নিচ্ছে না?”