বান্দোয়ানে একলব্য স্কুল ভবনের কাজ এখনও শুরু হয়নি, লোকসভায় সরব তৃণমূল সাংসদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় দু’বছর আগে বান্দোয়ানের পুনশ্যা এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কাজের শুরু করে কেন্দ্রীয় সরকার। ওই স্কুল বান্দোয়ানে তৈরি হলে স্থানীয় প্রত্যন্ত এলাকার আদিবাসী পড়ুয়াদের ব্যাপক সুবিধা হবে। সেই সঙ্গে হস্টেলও তৈরি হওয়ার কথা রয়েছে। ওই স্কুলকে ঘিরে এলাকার বাসিন্দারা বিশেষভাবে উৎসাহী ছিলেন। স্কুলের সীমানা প্রাচীর তৈরির কাজ প্রথমদিকে ভালোমতোই চলছিল। তারপর পুরো কাজ থমকে যায়। স্কুল ভবনের সামান্যতম নির্মাণ কাজ শুরু হয়নি।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানার পরে এ বিষয়ে লোকসভাতে সরব হন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস এমপি। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের সাংসদ কালীপদ সরেন সংবাদমাধ্যমকে বলেন, ওই এলাকায় স্কুলটি তৈরি হলে সাধারণ আদিবাসী পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে। কিন্তু অজানা কোনও কারণে স্কুলে নির্মাণ কাজ এখনও পর্যন্ত শুরুই হল না। এমনকী সীমানা প্রাচীর তৈরির কাজও বাকি রয়ে গিয়েছে। স্কুলের ভবন তৈরির কাজ কী কারণে শুরু করা সম্ভব হচ্ছে না তা কেউই বলতে পারছেন না। এ বিষয়ে আগেই কেন্দ্রীয় সরকারের আদিবাসী বিষয়ক দপ্তরের মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। তাতেও তেমন কিছু কাজ হয়নি।
তাই এ বিষয়ে লোকসভাতে সরব হয়েছি। দ্রুত এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছি। আশা করি, এতে খানিকটা টনক নড়বে। এতেও কাজ না হলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে হবে। দ্রুত যাতে ওই কাজ সম্পন্ন হয় এবং পঠন পাঠন শুরু করা যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।