বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন! বালিসাইতে তৃণমূলের দলীয় কার্যালয়ে কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি তথা কাঁথি পুরসভার প্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। পাশাপাশি, বেশ কয়েক জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এর আগে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন পালধুঁই গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিৎ মান্না, চৈতালি গিরি,সঞ্জয় গারু এবং প্রিয়াঙ্ক মাইতি। তাঁরা বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন। পালধুই পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে। জল্পনা, এ ভাবে সদস্যেরা তৃণমূলে যোগদান করলে এই পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হতে পারে।
বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে সুপ্রকাশ জানান, দিন কয়েক আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূলে এসেছেন। মহিষাদলেও পঞ্চায়েতের বেশ কয়েক জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এ বার রামনগরেও একই ভাবে তৃণমূলে এলেন বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্য। তাঁর কথায়, “২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল-ঝড়ে রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। এখন তারই সূচনা হয়েছে।’’