খেলা বিভাগে ফিরে যান

সাবধান! IPL-এ টিকিটের চাহিদাকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র

March 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল অর্থাৎ শনিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে IPL-এর ১৮তম সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে নাইট বাহিনী এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিক ভাবেই উন্মাদনা শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। টিকিটের জন্য রীতিমতো ‘হাহাকার’ পড়ে গিয়েছে। আর এই সুযোগে মাথাচাড়া দিচ্ছে প্রতারণা চক্রগুলি। চড়া দামে ব্ল্যাকে আইপিএল ম্যাচের টিকিট বিক্রির নাম করে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ।

সোশ্যাল মিডিয়ায় মাথাচাড়া দিচ্ছে প্রতারকরা। ৭০ শতাংশ ছাড়ের বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার জন্য দেদার ফাঁদ পাতা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই বিজ্ঞাপনে প্রলোভনের টোপ গিলে ১২ হাজার টাকা খোয়া গেল এক মহিলার। গিরিশ পার্ক থানা ও সেন্ট্রাল ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাইবার সেল।

ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ১৫ মার্চ আইপিএলের প্রথম ম্যাচের টিকিট খুঁজছিলেন ওই মহিলা। ইনস্টাগ্রামে একটি পেজে টিকিট বিক্রির বিজ্ঞাপন দেখতে পান তিনি। তাতে বলা হয় টিকিটের নির্ধারিত মূল্যের ৩০ শতাংশ দাম দিলেই টিকিট চলে যাবে ইমেল মারফত। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকদের একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট করেন অভিযোগকারিণী। পেমেন্ট হওয়ার পরও টিকিট না আসায়, মহিলা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপরেই পুলিসের দ্বারস্থ হন তিনি। ইনস্টাগ্রাম পেজটি ব্লক করার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে পুলিস। ডিসি জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। লালবাজার সূত্রে খবর, আইপিএল শুরুর আগে শহরে বেটিং রুখতে সব থানাগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালাবে গোয়েন্দা বিভাগও।

TwitterFacebookWhatsAppEmailShare

#ipl 2025, #Cyber Fraud, #tickets

আরো দেখুন