মুখ্যমন্ত্রীর দারিদ্র্য হ্রাসের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে চিঠি গায়ত্রী স্পিভাকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে নরওয়ের সরকার ও বার্গেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অভিনন্দন জানান। নিজের এক্স হ্যান্ডল পোস্টে গ্রামবাংলায় কাজের জন্য তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছিলেন মমতা।
এবার বাংলার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে পালটা তাঁকে চিঠি লিখলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। চিঠিতে ভারত ও বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার শুভেচ্ছা জানিয়েছেন। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে গায়ত্রীদেবীর চিঠি।

শুরুতেই তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিদূষী গায়ত্রী। মুখ্যমন্ত্রী যে গ্রামবাংলায় তাঁর কাজকে আলাদাভাবে চিহ্নিত করেছেন, তাতে আপ্লুত হলবার্গ পুরস্কার প্রাপ্ত বঙ্গকন্যা। এরপরই চিঠিতে পালটা মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, ”বাংলার প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র দূরীকরণে আপনার ভূমিকা আমার কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয়। আমিও ৪০ বছর ধরে গ্রামাঞ্চলে কাজ করেছি, বিশেষত শিক্ষা নিয়ে। আমি বিশ্বাস করি, শিক্ষাকে বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। ওইসব এলাকায় আমি খুব ভালো সময়ও কাটিয়েছি, বাসিন্দাদের সঙ্গে আত্মীয়তা গড়ে উঠেছিল।”