সংসদ সমাচার: শুক্রবার অধিবেশনে কী কী করলেন তৃণমূল সাংসদেরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলছে সংসদে। নানান ইস্যুতে মোদী সরকারকের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন জোড়াফুলের সাংসদেরা। আজ, শুক্রবার কী কী করলেন বাংলার শাসক দলের সাংসদেরা?
লোকসভা
২০২৫-২৬ অর্থবর্ষে কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন অনুদানের দাবিতে সরব হন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
রাজ্যসভা
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন পরামর্শ দেন, সংসদে প্রশ্নোত্তর পর্ব চলার অনুমতি দেওয়া উচিত। প্রাইভেট মেম্বার্স বিলগুলিরও অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন তৃণমূল সাংসদ।
রাজ্যসভার রীতি মেনে স্পেশ্যাল মেনশন ও প্রাইভেট মেম্বার্স বিলের মাধ্যমে শুক্রবারের অধিবেশন শেষ, সেক্ষেত্রে বাজেট নিয়ে বিভিন্ন মন্ত্রকের আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিলগুলির বিষয়ে আলোচনা আগামী সোমবার পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
মহিলাদের জন্যে কর্মসংস্থান সৃষ্টিতে এবং কর্মক্ষেত্রে মহিলারা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হন, তা দূর করার দাবিতে ‘জিরো আওয়ারে’ বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।
‘জিরো আওয়ারে’ রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বারাইক, মোদী সরকারের কাছে বাংলার বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হন। এই অর্থ একশো দিনের কাজের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণ এবং উন্নয়নমূলক প্রকল্পের জন্য ব্যবহৃত হয়, যা ২০২১ সালের নির্বাচনের পর থেকে আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যসভার আর এক সাংসদ মমতা ঠাকুরও বাংলার বকেয়া অর্থের দাবিতে সরব হন।