হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জের, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, শুক্রবার লন্ডনের এক বিদ্যুৎ সরববারহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে গিয়েছে হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। কবে বিমান চলাচল স্বাভাবিক হবে, তা এখনও অনিশ্চিত। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর পিছিয়ে গেল। ২২ তারিখের পরিবর্তে বাংলার মুখ্যমন্ত্রী ২৪ মার্চ লন্ডন রওনা হবেন। জানা গিয়েছে, সময় এগিয়ে আনতে বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে।
অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়। বিমানবন্দরের উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করতে পারবে না বলে খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল। হিথরো বিমানবন্দরের এই বিপর্যয়ের জেরে তাঁর সফর পিছিয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হতে পারেন। উল্লেখ্য, ২৫, ২৬ এবং ২৭ মার্চ; পর পর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে। পূর্বসূচি অনুযায়ী, ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মমতা। নতুন সফরসূচিতে তাঁর ফেরার দিন বদল হচ্ছে কি না, জানা যায়নি।