কৃষকদের সঙ্গে ‘অমানবিক’ আচরণের জন্য কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কৃষক আন্দোলন ফের জাতীয় শিরোনামে। বুধবার পঞ্জাব সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির ছবি ধরা পড়ে৷ লাঠিচার্জ, বুলডোজার নামানো-সহ একাধিক পদক্ষেপ করে প্রশাসন। কৃষকদের আন্দোলন রোখার চেষ্টা করা হলেও, আন্দোলনকারীরা নিজেদের অবস্থান বজায় রেখেছেন।
বৃহস্পতিবার ‘অমানবিক’ পদক্ষেপের তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেলেও তাঁদের কথা কেউ ভাবছে না। গুলি চালিয়ে, লাঠিচার্জ করে কৃষকদের দাবিকে দমন করা যাবে না।’
বুধবার রাতেই আন্দোলনরত কৃষক নেতাদের গ্রেপ্তার করার পাশাপাশি মাঝরাতে বুলডোজার নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কৃষকদের অস্থায়ী শিবির। এরই পরিপ্রেক্ষিতে মমতা এদিন বলেন, ‘এসব করে কোনও সমস্যার সমাধান হবে না। শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। ফলে কৃষকদের দাবি গুরুত্ব দিয়ে দেখা উচিত। আনেকদিন কেটে গেলেও, কেন্দ্র তাঁদের দাবি নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপই নিচ্ছে না।’
এদিন এই প্রসঙ্গে মণিপুরের পরিস্থিতির প্রসঙ্গ টেনেও কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “দেখছেন না মণিপুরে বলপ্রয়োগ করতে গিয়ে কী অবস্থা হয়েছে ? আমি চাই সেখানে দ্রুত শান্তি ফিরে আসুক।”