রাজ্য বিভাগে ফিরে যান

ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার! ২৪ ও ২৫ মার্চ মিলবে স্বাভাবিক পরিষেবা

March 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপাতত ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করে নিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন। জানা যাচ্ছে, শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। তাতেই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক পরিষেবা পাবেন সাধারণ মানুষ। তবে দাবিপূরণ না হলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের কর্তা-ব্যক্তিরা।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের দাবি, দীর্ঘদিন ধরে ব্যাঙ্কগুলিতে নিয়োগ বন্ধ। যার জেরে বহু শূন্যপদ তৈরি হয়েছে। অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহক পরিষেবা চালিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি। একগুচ্ছ দাবিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ বৈঠক করে। বৈঠক নিষ্ফলা হতেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক হয়। কেন্দ্রীয় শ্রম কমিশনার বিষয়টি খতিয়ে দেখবেন বলেই জানান। এরপরেই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে গেলেন কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bank Strike, #bank strikes

আরো দেখুন