অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পে ৭৫ দিনে ১২ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সমাপ্ত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’। ৭৫ দিন ধরে এই প্রকল্প চলেছে। যা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্স হ্যান্ডেলে সেই উচ্ছ্বাস তুলে ধরলেন তিনি।
নিজের লোকসভা কেন্দ্রের বিধানসভা এলাকা ধরে ধরে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন সাংসদ অভিষেক। এই ক’দিনে সেবাশ্রয় থেকে ১২ লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। জটিল স্নায়ুর রোগ থেকে শুরু করে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার— সমস্ত রকম রোগের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন সাংসদ অভিষেক। দূরদূরান্ত থেকে ‘সেবাশ্রয়ে’ এসেছেন মানুষ। এমনকি, ভিন্রাজ্য থেকেও কেউ কেউ এসেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘একটি পুরনো প্রবাদ আছে যে প্রতিটি পর্দার পতন হতে হবে, প্রতিটি অনুষ্ঠানের অবসান হতে হবে। কিন্তু সেবাশ্রয় সেই প্রবাদ বাক্যকে মানতে অস্বীকৃতি জানায়। আজ, এই ৭৫ দিনের যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এর আসল প্রভাব সকলে সামনে উন্মোচন হয়েছে। সেবাশ্রয় সমস্ত বাধা ভেঙে দিয়েছে, হতাশা এবং আশার মধ্যে ব্যবধান কমিয়ে দিয়েছে। অগণিত মানুষ যারা কোনওদিন ভাবতে পারেনি, এমনভাবে চিকিৎসা পরিষেবা পেতে পারে, আজ তাদের সমস্ত কষ্ট দূর হয়েছে।

এই প্রকল্প একটি অসাধারণ উচ্চতা ছুঁয়েছে। ১২,৩৫,৭৭৩ জন রোগী সেবাশ্রয়ের মাধ্যমে চিকিৎসা সেবা পেয়েছেন। আজই, ৬৯,০৫৭ জন ব্যক্তি আমাদের মেগা ক্যাম্পে প্রবেশ করেছেন, ৫৯,১৭৫ জন ডায়াগনস্টিক পরীক্ষা করেছেন, ৭৪,৮৪৩ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন এবং ১১৫ জন গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে’। অভিষেকের আরও সংযোজন, আমি এই প্রকল্পের সঙ্গে জড়িত সকল ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং স্বেচ্ছাসেবকদের জনগণকে নিষ্ঠার সঙ্গে এই অক্লান্ত পরিষেবা দেওয়ার জন্য আমার আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা এবং সালাম জানাই। ‘সেবাশ্রয়’ তোমাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া সম্ভব হত না। ডায়মন্ড হারবার, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সেবায় নিয়োজিত থাকব।

কিছু দিন আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক বলেন, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে যে পরিমাণে ভোট দিয়েছেন, যে ভাবে তাঁর উপর সকলে আস্থা রেখেছেন, তার পরে সেখানকার মানুষদের জন্য এই ধরনের কিছু করার তাগিদ তিনি অনুভব করেছিলেন। সেই ভাবনা থেকেই ‘সেবাশ্রয়’ ক্যাম্পের সূচনা। রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলির সঙ্গে এর কোনও বিরোধ নেই। বরং, উভয়ের লক্ষ্যই এক। আরও বেশি সংখ্যক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে ১০ লক্ষের বেশি ভোট পেয়েছিলেন অভিষেক।