‘চোদ্দো পুরুষ তুলব’, মহিলাকে বেনজির আক্রমণ, গলা টিপে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিতর্ক যেন পিছু ছাড়ে না দিলীপ ঘোষের! রাস্তা উদ্বোধন করতে গিয়ে স্থানীয় এক মহিলার প্রশ্নে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। অভিযোগ, মহিলাকে ‘বাপ তুলে’ কটাক্ষ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা প্রশ্ন করছেন, “আপনি রাস্তা উদ্বোধন করতে কেন এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।” দিলীপ ঘোষ উত্তরে বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।” মহিলার পাল্টা উত্তর, “আপনি বাপ তুলে কেন কথা বলছেন?” দিলীপ বলেন, “চোদ্দো পুরুষ তুলব। বেশি ন্যাকামি করছে। টাকা দিয়েছি। ভিখারি পার্টি নই।” দিলীপ মহিলার গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন।
এরপর মহিলারা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। দিলীপ আরও বলেন, “আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করব। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে। যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। হিম্মত হয় কীভাবে? ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না আর ঘেউ ঘেউ করে।” এহেন মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে, দিলীপকে নিলম্বিত করতে পারে বিজেপি।