হুইপ অমান্য করে বিধানসভায় অনুপস্থিত ৫০ জন তৃণমূল বিধায়ক, ব্যবস্থা নেবে শৃঙ্খলারক্ষা কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০-২০ মার্চ অনুষ্ঠিত হয় বাজেট অধিবেশন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বুধ ও বৃহস্পতিবার। বুধবার ছিল স্বাস্থ্যদপ্তরের বাজেট এবং বৃহস্পতিবার আলোচনা হয় অর্থদপ্তরের একাধিক বিলের উপর। এই দু’দিন উপস্থিত থাকার জন্য দলের সমস্ত বিধায়কের উদ্দেশে ‘নির্দিষ্ট তিন লাইনের’ হুইপ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তার পরেও কয়েকজন অধিবেশনে গরহাজির ছিলেন। (‘দলবদলু’ বাদে) সরকারিভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২০।
বুধবার উপস্থিত ছিলেন ২০০ জনের মতো। কিন্তু বৃহস্পতিবার উপস্থিতির আরও কমে যায়। তৃণমূলের পরিষদীয় দলের তরফে খবর, জনা পঞ্চাশ তৃণমূল বিধায়ক সেদিন গরহাজির ছিলেন। অনুপস্থিত সদস্যদের তালিকা তৈরি করছে পরিষদীয় দল।
বিধানসভা ভিত্তিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘তিন লাইনের হুইপ যাঁরা মানেননি, তাঁদের আচরণ দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই একটি তালিকা তৈরি করা হচ্ছে। শৃঙ্খলারক্ষা কমিটিতে আলোচনা করে অনুপস্থিত বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’