বিধানসভায় পাস FRBM সংশোধনী বিল, কীভাবে হবে ঋণ নিয়ন্ত্রণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার, রাজ্যে বিধানসভায় পাস হল ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (এফআরবিএম) সংশোধনী বিল। রাজ্য নিয়ম মেনে ঋণ নিচ্ছে। আগামীতে ঋণ নেওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে রাজ্য সরকার আইনি ব্যবস্থা নিল। এই ব্যবস্থা রাখা হয়েছে সংশোধনী বিলে। বিলের আলোচনায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য জানান, ২০২৯-‘৩০ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট জিএসডিপি-র ৩৮ শতাংশ মোট ঋণের সর্বোচ্চ পরিমাণ হিসেবে বেঁধে দেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, ওই সময় পর্যন্ত প্রত্যেক অর্থবর্ষে রাজকোষ ঘাটতি জিএসডিপির ৩ শতাংশে রাখা হবে।
কেন্দ্র ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত জিএসডিপির ০.৫ শতাংশ অতিরিক্ত ঋণ নেওয়ার জন্য রাজ্যগুলিকে বিশেষ অনুমতি দিয়েছে। রাজ্য সরকারগুলো এখন জিএসডিপির ৩ শতাংশের জায়গায় ৩.৫ শতাংশ প্রতি অর্থবর্ষে ঋণ নিতে পারে। অর্থবর্ষের শেষদিকে বিধানসভায় এফআরবিএম আইন সংশোধনে বিল আনা হয়। এবার বিলে ২০২৯-৩০ অর্থবর্ষ পর্যন্ত জিএসডিপি ভিত্তিতে মোট ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হল।
বিধানসভায় অর্থমন্ত্রী জানান, বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যথেচ্ছ ঋণ গ্রহণের অভিযোগ করেন, তা সত্য নয়। রাজ্য সব নিয়ম মেনে সীমার মধ্যে ঋণ নেয়। ক্ষমতায় আসার আগে নেওয়া ঋণের বোঝা এখনও বহন করতে হচ্ছে তৃণমূল সরকারকে। অনেক রাজ্যের ঋণের পরিমাণ বাংলার চেয়ে ঢের বেশি। কেন্দ্র সরকারও বিপুল ঋণ নিয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্য সরকার ৮১ হাজার ৯৭২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৭৯ হাজার ৭২৭ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এবার তুলনায় ঋণ বাড়বে ২.৮ শতাংশ। এছাড়াও বৃহস্পতিবার বিধানসভায় দুটি ব্যয়মঞ্জুরি বিল পাস হয়েছে।