IPL-এর বোধনেই বিরাট ঝড়ে উড়ে গেল KKR

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে আজ শনিবার অজিঙ্ক রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রজত রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন কোহলি-সল্ট ঝড়ে প্রথম ম্যাচেই উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা। বিরাট কোহলি এবং ফিল সল্ট মিলে যে ইনিংসটা খেললেন প্রায় ৪৫ মিনিট ধরে, সেটাই দীর্ঘ দিন পরে কলকাতার বিরুদ্ধে জেতাল বেঙ্গালুরুকে। ৭ উইকেটে জিতল বেঙ্গালুরু। তা-ও আবার ২২ বল বাকি থাকতে! শুরু হার নয়, রান রেটেও অনেকটা পিছিয়ে গেল কেকেআর। আজ আইপিএলের উদ্বোধনে ইডেনে হাজির শাহরুখ খান।
কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল। ঝড়ের খবরও ছিল। শেষ পর্যন্ত সেটা না হওয়ায় হাসি ফোটে নাইট ভক্তদের মধ্যে। ইডেনে কিং খানের রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠানও ছিল। কিন্তু ব্যাটে ঝড় তুলে শেষ হাসি হাসলেন আরেক ‘কিং’। তিনি কোহলি। ইডেনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। শুরুতে কুইন্টন ডি’ককের উইকেট হারালেও নাইটদের ইনিংসের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সুনীল নারিন। দুজনের জুটিতে ১০০-র উপর রান উঠে যায়। কিন্তু তারপরই ভেলকি দেখাতে শুরু করেন আরসিবি স্পিনার ক্রুণাল পাণ্ডিয়া। প্রথমে রশিখ দার ফেরালেন নারিনকে (৪৪)। হাফসেঞ্চুরি করার পরই ক্রুণালের বলে ক্যাচ দিয়ে ফিরলেন রাহানে। তারপর মিডল অর্ডার কার্যত ধসে গেল। ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু, দুজনকেই বোল্ড করলেন ক্রুণাল। ‘মাসল পাওয়ার’ দেখানো হল না রাসেলের। প্রাক্তন নাইট স্পিনার সুয়াশ শর্মার বলে আউট হলেন রাসেল। ১০৭ রানে ১ উইকেট থেকে ১৫০ রানে ৬ উইকেট হয়ে যায় নাইটরা। শেষের দিকে অঙ্গকৃষ রঘুবংশী কিছুটা সামাল দেন। অবশেষে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে নাইটদের ইনিংস।
গতবার ইডেন ছিল ব্যাটারদের স্বর্গ। সেখানে ১৭৫ রানের লক্ষ্য একেবারেই বড় কিছু নয়। সেটাকে দেখতে আরও ছোট করে আনলেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। প্রথম জন নাইট প্রাক্তনী। আরও স্পষ্ট করে বললে গতবার কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার কারিগর। এবার নিলাম টেবিল থেকে তাঁকে কিনেছে আরসিবি। আর নাইটদের বিরুদ্ধে যেন জানিয়ে দিলেন কেকেআর কী ভুল করেছে! অন্যদিকে ‘কিং’ কোহলি। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ফর্ম নিয়েও মাঝেমধ্যে কটাক্ষ শুনতে হয়। সেই সব কিছু বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি। যে বরুণকে দিনকয়েক আগেও রহস্যময় মনে হচ্ছিল, তিনি যেন রানের প্যান্ডোরার বক্স খুলে দিলেন। ২ বল বাকি থাকতে দলকে জেতালেন লিয়াম লিভিংস্টোন, বিরাট কোহলি। ইংরেজ তারকা ৫ বলে করলেন ১৫ রান, বিরাট কোহলি ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত রইলেন। সল্ট ৩১ বলে ৫৬ রান করে আউট হন। ৭ উইকেটে ম্যাচ জিতল আরসিবি।