রাজ্য বিভাগে ফিরে যান

বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের টাকা আটকে রেখেছে মোদী সরকার, স্তব্ধ সীমান্ত এলাকার উন্নয়ন

March 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: থমকে গিয়েছে সীমান্ত এলাকার উন্নয়ন, কারণ তিন বছর আগে থেকে কেন্দ্রের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের টাকা বন্ধ রেখেছে মোদী সরকার। যার জেরে স্কুল বিল্ডিং তৈরি, রাস্তা ঢালাই বা কালভার্ট তৈরির মতো কাজও করা যাচ্ছে না। সীমান্তবর্তী পঞ্চায়েত সমিতিগুলির পরিকাঠামোগত উন্নয়নে এই প্রকল্পের টাকার ভূমিকা অপরিসীম। বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যের পঞ্চায়েত সমিতিগুলো এই প্রকল্পের টাকা পায়।

প্রকল্পের অর্থ ব্যয় করার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। সীমান্তের জিরো পয়েন্ট থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকা এলাকাতে এই বিশেষ প্রকল্পের টাকায় কাজ করা যায়। ২০২১-২২ অর্থ বছরে শেষবারের মতো কেন্দ্রের বরাদ্দ মিলেছিল। এখন তা বন্ধ হয়ে গিয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জন্য প্রতি বছর বিএডিপি প্রকল্পের প্রায় দেড় থেকে দুই কোটি টাকা পাওয়া যেত। বিগত তিন বছর টাকা বন্ধ হয়ে যাওয়ায় অনেক কাজ বন্ধ হয়ে রয়েছে। টাকার অভাবে স্কুল ঘর, নিকাশি নালা, রাস্তা নির্মাণের কাজ থমকে আছে। রাস্তাঘাট ছাড়াও রাস্তার আলো, স্কুলের উন্নয়নের কাজও করা হত।

বরাদ্দ বন্ধ হওয়ায় অনেক কাজ সময় মতো শেষ হলেও ঠিকাদারদের টাকা দিতে পারেনি একাধিক পঞ্চায়েত। অনেক টেন্ডার বাতিলও করতে হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে দশ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামগুলোতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই প্রকল্পের টাকা ব্যবহৃত হতো। রাস্তাঘাট, সেতু বা কালভার্ট নির্মাণ, নিরাপদ পানীয় জল, প্রাথমিক স্কুল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের উন্নয়নের কাজ ছাড়াও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোগত উন্নতিতে ব্যয় করা হত। বিএডিপি-র টাকা না-পাওয়ায় সমস্যা যে হচ্ছে তা স্বীকার করে নিচ্ছেন সীমান্তবর্তী পঞ্চায়েতের আধিকারিকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Border Area

আরো দেখুন