রাজ্য বিভাগে ফিরে যান

৩৬ মাসে ৩৮ বার বিদেশ ভ্রমণ করেছেন নরেন্দ্র মোদী, খরচ ২৫৮ কোটি টাকারও বেশি!

March 22, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় সরকারেরই সগর্ব প্রচার, দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ গরিব নাগরিককে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে থাকে তারা। অথচ, জনগণের করের টাকায় শুধু গত ৩৬ মাসেই ৩৮ বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আর এই দফায় ২৮টি দেশের সফরে তাঁর খরচ ২৫৮ কোটি টাকারও বেশি।

বিরোধীদের চাপের মুখে সংসদে এমনই তথ্য জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এভাবে জনগণের করের টাকায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

তাঁদের মতে, যেখানে দেশের বহু মানুষ এখনও দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন. কোটি কোটি বেকার, সেখানে এভাবে জনগণের অর্থ অপচয়ের কী অর্থ?

ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ সরকারের বিরুদ্ধে সিংহভাগ ক্ষেত্রেই তথ্য গোপন করার অভিযোগ তোলে বিরোধীরা। কটাক্ষ করে বলে, এনডিএ কথার অর্থ, নো ডেটা অ্যাভেলেবল। অর্থাৎ সরকার কোনও তথ্যই দিতে চায় না। তবে এবার বিরোধীদের চাপে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত খরচপাতির নথি সামনে আনতেই হল। গত তিন বছরে ২৮টি দেশ ঘুরে মোদী খরচ করেছেন ২৫৮ কোটি টাকা ৯৭ লক্ষ ৮ হাজার ৪ টাকা। খরচ হয়েছে প্রধানমন্ত্রীর তারকাখচিত হোটেলে থাকা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা খাতের পাশাপাশি কোনও কোনও জায়গায় অনুষ্ঠান করার জন্য হলভাড়াতেও। সেই টাকা জুগিয়েছে কেন্দ্রীয় সরকারি কোষাগার। অর্থাৎ, আম জনতার কর। উল্লেখযোগ্য বিষয় হল, নির্দিষ্ট কোনও খাতের বাইরে স্রেফ বিবিধ (মিসলেনিয়াস) বিষয়েই মোট খরচ হয়েছে ৭৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার ৭২৬ টাকা।

২০২২-২৪, গত তিন বছরে ৩৮ বার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রীর শুধুমাত্র থাকার খরচ কত? ১০০ কোটি ২২ লক্ষ ২২ হাজার ৭২৬ টাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারি কাজে নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে থেকেছে। ইদানীং কম বিদেশ সফর করলেও আগে তো তিনি দেশের চেয়ে বাইরেই বেশি সময় কাটান বলে বিরোধীরা সংসদে সরব হতো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Narendra Modi, #bjp

আরো দেখুন