কলকাতা বিভাগে ফিরে যান

২৮-৩১ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘সুন্দরবন ট্রামযাত্রা’, থাকছে ফ্রি-রাইড

March 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বিপন্ন’ ট্রাম দাঁড়াচ্ছে অপর ‘বিপন্ন’ ম্যানগ্রোভের পাশে। মার্চ মাসের ২৮ থেকে ৩১ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘সুন্দরবন ট্রামযাত্রা’। তিন দশক ধরে চলতে থাকা এই ট্রাম উৎসবের এ বছরের থিম ‘সুন্দরবন’। বার্তা দেওয়া হবে, ‘পরিবেশ বাঁচাতে যেমন ম্যানগ্রোভ রক্ষার প্রয়োজন, তেমনই কলকাতা শহরে পরিবেশবান্ধব গণপরিবহন ট্রাম চালানোর প্রয়োজন আছে।’

উৎসব উপলক্ষ্যে ২৮ থেকে ৩০ মার্চ থাকবে বিনামূল্যে ট্রাম যাত্রার ব্যবস্থা। সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শ্যামবাজার-এসপ্ল্যানেড-গড়িয়াহাট রুটে চলবে বিশেষ ট্রাম। সেটি সুন্দরবন থিমে সাজানো হবে। শিল্পী সুমন্ত্র মুখোপাধ্যায় ও স্বর্ণ চিত্রকর সাজানোর দায়িত্বে। উৎসবে আসবেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ট্রাম কন্ডাক্টর রবার্তো ডি’অ্যান্দ্রেয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ফেস্টিভাল হাব হচ্ছে এসপ্ল্যানেড ট্রাম ডিপো। বিকেল চারটে থেকে ন’টা পর্যন্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা করবেন চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন। ৩১ মার্চ আইসিসিআরে সুন্দরবন ও কলকাতার জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে। কলকাতার ট্রামের ইতিহাস, সুন্দরবনের জীববৈচিত্র নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও থাকবে বিশেষ টিকিট। ২৮ মার্চ সকাল সাড়ে ন’টায় এসপ্ল্যানেড ডিপোতে উৎসবের সূচনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #sundarbans, #Tram Utsab

আরো দেখুন