লেভেল ক্রসিং বন্ধের চেষ্টায় শালবনীতে কীর্তন করে প্রতিবাদ গ্রামবাসীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শালবনী ব্লকের মণ্ডলকুপির লেভেল ক্রসিংটি ব্রিটিশ আমল থেকে রয়েছে। খড়্গপুর-আদ্রা লাইনের উপর থাকা এই লেভেল ক্রসিং বন্ধ করতে চাইছে রেল কর্তৃপক্ষ। সারাদিনে বেশ কিছু মালগাড়ি, প্যাসেঞ্জার ট্রেন এই রেলপথ দিয়ে যাতায়াত করে। কিন্তু লেভেল ক্রশিংয়ে কোনও গেটম্যান নেই। তাই রেলের তরফে লেভেল ক্রসিংটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এলাকার চাষিরা ওই রেল গেটটি সবচেয়ে বেশি ব্যবহার করেন।
প্রায় ৮০০ বিঘা জমির ফসল ওই লেভেল ক্রসিং দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। লেভেল ক্রসিং বন্ধ হলে চাষিদের সমস্যায় পড়তে হবে। তাঁদের অনেকটা ঘুরপথে বেশি টাকা খরচ করে ফসল নিয়ে যেতে হবে। শুক্রবার সকালে রেলের কর্মী-আধিকারিকরা এলাকায় পৌঁছন। খবর পেয়ে চাষিরা পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেইসঙ্গে তাঁরা ওই এলাকায় কীর্তন করেন।
তবে এর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়নি।মণ্ডলকুপির চাষি বিনয় দাস বলেন, গ্রামের মানুষের কথা ভেবে আন্ডারপাস তৈরি করে দিতে হবে। নাহলে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাব। রেলের তরফে বহুবার রেলগেটটি তোলার চেষ্টা করা হয়েছে। লোক না থাকলেও কোনও দুর্ঘটনা ঘটে না। কিন্তু লেভেল ক্রসিং তুলতে এলে আরও বড় আন্দোলন হবে। শালবনী পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন ঘোষ বলেন, রেল চাষিদের সমস্যায় ফেলতে চাইছে। এখানে আন্ডারপাস তৈরি করে দিক। আদালতও একবার চাষিদের সমস্যার কথা ভেবেই রেলকে পরিকল্পনা করতে বলেছিল।