নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ। আর প্রথম ম্যাচেই মুখোমুখি কেকেআর (KKR) এবং আরসিবি (RCB)। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই ম্যাচে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি!
আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৭ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতার তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি হতে পারে। আজও শিলাবৃষ্টি, বজ্রপাত – ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ – ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০- ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।