সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা! CBI-র ক্লোজার রিপোর্টে কোন ইঙ্গিত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। শুরু হয় তদন্ত। তোলপাড় হয় দেশ। তারপর প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। এবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্তের জাল গোটাল সিবিআই। শনিবার মুম্বইয়ের বিশেষ আদালতে ক্লোজার রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্ট গৃহীত হবে না-কি ফের তদন্তের নির্দেশ দেওয়া হবে, আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যার ইঙ্গিত মিলেছিল। তদন্তকারীরা সুশান্তের ঘরে অন্য কারও ঢোকার কোনও প্রমাণ পাননি। প্রাথমিক তদন্তে বলা হয়, অবসাদের কারণে আত্মহত্যা করেছেন সুশান্ত। সেই দাবি মানতে চাননি অভিনেতার পরিবারের সদস্যরা। পাটনায় রিয়া চক্রবর্তী ও অন্যান্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, প্রতারণা ও জোর করে সুশান্তকে আটকে রাখার অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনার তদন্ত চলাকালীন মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের সঙ্ঘাত দেখা দেয়। এরপর বিহার সরকারের সুপারিশে কেন্দ্র সিবিআই তদন্তে সায় দেয়। সুপ্রিম কোর্ট সিবিআইকে ঘটনার তদন্তের নির্দেশ দেয়।
২০২০ সালের আগস্টে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইকে। উল্লেখ্য, এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞরা, গলায় ফাঁস বা বিষ প্রয়োগের তত্ত্ব খারিজ করে দিয়েছিল।
জানা যাচ্ছে, প্রয়াত অভিনেতার মৃত্যু সংক্রান্ত দুই মামলার অন্তিম রিপোর্ট মুম্বই আদালতে জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, আত্মহত্যা করেছিলেন অভিনেতা। এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে খুনের তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়।