রাজস্ব ফাঁকি ঠেকাতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের আয়-ব্যয়ের উপর কড়া নজরদারি চালু করছে নবান্ন, আসছে ‘সহজ-সরল’ পোর্টাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এতদিন গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের হিসেব রাখতে গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম (জিপিএমএস) পোর্টাল ব্যবহার করা হতো। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরে ব্যবহার হতো আইএফএমএস-সরল। এবার তিনটি স্তরেই ‘সহজ-সরল’ পোর্টাল ব্যবহৃত হবে। জেলাশাসকদের ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে পঞ্চায়েত দপ্তর।
এক পদস্থ কর্তা জানিয়েছেন, পঞ্চায়েতের তিনটি স্তরে প্রচুর টাকার লেনদেন হয়। ঘাট, মাঠ, বাড়ির মতো নিজস্ব সম্পত্তি লিজ বা ভাড়া বাবদ প্রচুর রাজস্ব থেকে শুরু করে দরপত্র সংক্রান্ত টাকা জমা পড়ে প্রতিদিন। পাশাপাশি, নানা খাতে বহু টাকা খরচও হয়। কিন্তু যাঁরা টাকা জমা দিচ্ছেন, তাঁরা শুধুমাত্র হাতে লেখা একটি রসিদ হাতে পান। এবার থেকে তাঁরা ‘সহজ-সরল’ পোর্টালের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেরিয়ে আসা রসিদ পাবেন। সেই মুহূর্তে ওই লেনদেনের তথ্য উঠে যাবে পোর্টালে। ফলে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে কোনও সমস্যা হবে না। একইভাবে টাকা খরচের ক্ষেত্রে ১০ দিন পরে ‘এন্ট্রি’ করা বা মাসের শেষে অ্যাকাউন্ট ক্লোজ করার প্রবণতায় ইতি টানা যাবে বলে মত প্রশাসনিক কর্তাদের।
বর্তমান ব্যবস্থায় পঞ্চায়েতগুলি বিল মেটানোর সময় ‘ম্যানুয়ালি’ বা হাতে লেখা রসিদ দেয়। প্রশাসনিক পরিভাষায় একে বলা হয় ‘পাস ফর পেমেন্ট’। এবার থেকে এই রসিদও মিলবে পোর্টাল থেকে। এখানেই শেষ নয়, ন্যাশনাল অ্যাকাউন্ট কোডিফিকেশন অনুযায়ী কোন কোন খাতে খরচ করা যাবে, তারও ‘অ্যাকাউন্ট হেড’ বেঁধে দেওয়া হয়েছে এই নয়া নিয়মে।