লাল নিশান উধাও! শোধনবাদী CPI(M) মিশল নীল-সাদায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজনীতি আর মিটিং, মিছিলে আটকে নেই। সমাজ মাধ্যম হয়ে উঠেছে রাজনীতির বিশাল বড় হাতিয়ার। সেখানেই লাল ছেড়ে নীল সাদায় মিশল সিপিআইএম। লাল পার্টির সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার হয়ে উঠল মুক্ত আকাশ। তাতে সোনালি হলদে রংয়ের শানিত কাস্তে-হাতুড়ি! যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কমেন্ট বক্সে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। লাল পার্টিকে ব্যঙ্গ, বিদ্রুপও করছেন নেটিজেনরা।
২০ এপ্রিল ব্রিগেডের ডাক দিয়েছে সিপিআইএম। সোশাল মিডিয়ায় তার প্রচারের অঙ্গ হিসাবে শনিবার রাতে রাজ্য সিপিআইএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদলে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে, নীল আকাশ ও সাদা মেঘের মধ্যে কাস্তে হাতুড়ি। কাস্তে-হাতুড়ির রঙ সোনালি। কভার ছবিতে দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশের মাঝে সোনালি কাস্তে হাতুড়ি উচিয়ে দুই নারী-পুরুষ। পাশে সিপিআইএমের পতাকা। তার উপর বসে রয়েছে একটি পায়রা।
বামেদের এহেন নীল সাদা প্রীতিতে তৃণমূল ছোঁয়া দেখছেন অনেকে। তৃণমূলের দলীয় কর্মসূচিতে এবং রাজ্য সরকারের প্রায় সমস্ত কর্মসূচিতেই নীল সাদার আধিক্য দেখা যায়। এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এত দিন ওরা নীল-সাদা নিয়ে কটাক্ষ করত। আজকে নিজেরাই ওই রঙ করেছে। আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস ভুলতে এই রঙ বদল করেছে। লাল সরিয়ে দিয়েছে।”
এই ছবি শেয়ার করে তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু সমাজ মাধ্যমে লেখেন, “এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা?
১. নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, “আজ নীল রঙে মিশে গেছে লাল..”
২. মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।”