বিশ্বভারতী ক্যাম্পাসে এখনই পর্যটক প্রবেশে অনুমতি নয়, ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বভারতী নিয়ে খুশির খবর পেয়েছিল পর্যটকরা। কিন্তু তারপরই হতাশা! এখনই ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতন আশ্রম পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না৷ বিশ্বভারতীর উপাচার্যের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ। তবে দ্রুত পর্যটকদের প্রবেশাধিকার নিয়ে নিয়ম তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া, কেউ যদি আশ্রম এলাকা ঘুরে দেখতে চান, দুই সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিককে ইমেল মারফৎ আবেদন করতে হবে৷
করোনা পরিস্থিতিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছিল। একটা সময় পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দরজা। এদিকে করোনা চলে গিয়েছে। কিন্তু এতদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারতেন না পর্যটকরা। অবশেষে সেই নিয়মের বদল হচ্ছে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে বিশ্বভারতী। এবার থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। সবার জন্য খুলছে দরজা। তাঁরা বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারবেন।

বিশ্বভারতী ক্যাম্পাস ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে, তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরই সকলের জন্য খোলা হবে বিশ্বভারতী। বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, বিশ্বভারতীয় ঐতিহ্য হিসেবে চিহ্নিত এলাকার একটি অংশ জনসাধারণের জন্য বন্ধ থাকে। উত্তরায়ণ কমপ্লেক্স, যেখানে রবীন্দ্রভবন সংগ্রহশালা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন এবং বিভিন্ন শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য রয়েছে, বুধ এবং বৃহস্পতিবার ছাড়া অন্য দিন সেখানে প্রবেশ করতে পারেন সাধারণ মানুষ।
বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, অন্য সংস্থাগুলিকেও প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু তার জন্য বরাবরই নাকি জনসংযোগ দপ্তর থেকে দুই সপ্তাহ আগে অনুমতি নিতে হয়। আবেদন করতে হয় pro@visva-brarati.ac.in-এ। পরবর্তীতেও এই নিয়মই জারি থাকবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “বিশ্বভারতী ঘুরে দেখবেন পর্যটকেরা, কিন্তু তার জন্য বেশ কিছু পরিকাঠামো বা নিয়ম তৈরি করতে হবে ৷ যাতে আশ্রম সুরক্ষিত থাকে ৷ তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কতদূর পর্যন্ত পর্যটকেরা প্রবেশ করতে পারবেন, কোন সময় প্রবেশ করতে পারবেন ইত্যাদি বিষয় ।”