Weather Update: রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা
March 23, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রবিবার শহরে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।
গতকাল শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হয়েছে। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বিভিন্ন জেলায়। আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।