নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে ৷ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে ৷