কলকাতা মেডিক্যাল সেরা পূর্ব ভারতে! স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা, সাফল্য TB দূরীকরণেও – স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা মেডিকেল কলেজকে স্বীকৃতি দিল ICMR। দ্বিতীয় স্থানে রয়েছে SSKM হাসপাতাল।এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন-সহ শুভেচ্ছা পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের মধ্যে আশিটি মেডিক্যাল কলেজকে আইসিএমআর সাহায্য করে থাকে। গত কুড়ি এবং একুশে মার্চ দিল্লিতে মিটিং ছিল এই মেডিক্যাল কলেজগুলিকে নিয়ে। সেখানেই এই সিদ্ধান্ত হয়। সেরার সম্মান পায় কলকাতা মেডিক্যাল কলেজ।
মুখ্যমন্ত্রী নিজের পোস্টে লিখেছেন, ‘সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন! আমি সবসময় বিশ্বাস করি যে বাংলায় দেশের সেরা স্বাস্থ্য পরিকাঠামোগুলির মধ্যে অন্যতম যা সকলের জন্য একটি মডেল। এই স্বীকৃতি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশ্বাস আরও বারিয়ে দিল।’
এছাড়াও, ১০০ দিনের TB মুক্ত ভারত অভিযানের অধীনে অতিরিক্ত টিবি কেসের বিজ্ঞপ্তিতে অসামান্য কর্মক্ষমতার জন্য ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্যের প্রশংসা করেছে।
প্রাথমিক সনাক্তকরণ নির্মূলের মূল চাবিকাঠি, এবং স্বাস্থ্যসেবার প্রসার বাড়ানো এবং সময়মত হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য বাংলার নিরলস প্রচেষ্টা বাস্তব ফলাফল দেখাচ্ছে। নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা কর্মীরা, যারা এটি সম্ভব করেছেন তাদের প্রতি সমাজমাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।