দেশ বিভাগে ফিরে যান

BJP শাসিত রাজ্যে কৌতুকের মাশুল তাণ্ডব-হুঁশিয়ারি! ‘বাকস্বাধীনতা চাই’, প্রতিবাদে মুম্বই কমেডি ক্লাব

March 24, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একনাথ শিন্ডেকে নিয়ে কুণাল কামরার কৌতুকে বিতর্কের সূত্রপাত। মুম্বই কমেডি ক্লাবের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালালো শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। আপাতত বন্ধ রাখা হয়েছে শুটিংয়ের কাজ। পুলিশ সূত্রে খবর, গত ২৩ মার্চ, রবিবার শিবসেনা কর্মীরা মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলে হাতুড়ি নিয়ে ভাঙচুর চালানো হয়। ফলে শিন্ডে সমর্থকদের এই তাণ্ডবের সাক্ষী থাকল জনপ্রিয় হ্যাবিট্যাট কমেডি ক্লাব।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সেনা কর্মীরা চেয়ার তুলে স্টুডিওর সিলিং ভাঙার জন্য ব্যবহার করছেন, কুণালকে হুমকি দিতে থাকেন এবং পুরো তাণ্ডব চালাচ্ছেন। তা সত্ত্বেও, শিবসেনা নেতারা তাদের কর্মীদের এই তাণ্ডবের বিষয়ে একটি বাক্যও খরচ করেননি। তবে এই ঘটনার প্রতিবাদে সরব ইউটিউবারদের একাংশ।

দেখুন শিব সেনা (শিণ্ডে) সমর্থকদের সেই ভাঙচুর করার ভিডিও

এ নিয়ে ইনস্টাগ্রামে ‘হ্যাবিট্যাট’ (indiehabitat)-এর তরফে জারি করা হয়েছে বিবৃতি। তাতে বলা হয়েছে, “আমরা স্তম্ভিত। উদ্বিগ্ন। যেভাবে আমাদের নিশানা করা হচ্ছে, তাতে ভগ্নপ্রায়। একজন শিল্পী তাঁর দৃষ্টিভঙ্গি অনুযায়ী অনুষ্ঠান পরিবেশনা করেন। কিন্তু এহেন ঘটনায় মনে হচ্ছে শিল্পীর দৃষ্টিভঙ্গি মূল্যহীন। আমরা আলোচনা চাই। তাণ্ডব নয়। আমরা ঘৃণা কিংবা কারও ক্ষতির বিরুদ্ধে। হিংসা আমাদের সংস্কৃতিকে কলুষিত করে।”

মুম্বই কমেডি ক্লাবের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে, বাকস্বাধীনতা চাই। না হলে কাজ করা কার্যত অসম্ভব।

সোশাল মিডিয়ায় কুণাল কামরা সংবিধানকে সামনে রেখেই লড়ার করার ইঙ্গিত দিয়েছেন। সেই পোষ্টে তিনি লেখেন, ‘দ্য ওনলি ওয়ে ফরওয়ার্ড’ অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “সামনে এগনোর একমাত্র পথ।”

প্রসঙ্গত, রবিবার মুম্বইয়ের এক হোটেলে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে স্বমহিমায় নাম না করে কটাক্ষ করেছিলেন কুণাল। গানের সুরে তাঁকে ‘গদ্দার’ বলেছিলেন। ফলে শিণ্ডে সমর্থকরা হোটেলে ভাঙচুর চালানোর সঙ্গে সঙ্গে কুণালকে দেশছাড়া করার হুঁশিয়ারি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বয়ে যায় নিন্দার ঝড়। প্রশ্ন উঠতে শুরু করেছে কোথায় বাকস্বাধীনতা?

TwitterFacebookWhatsAppEmailShare

#jokes, #Mumbai, #vandalised, #Kunal Kamra, #eknath shinde, #Kunal Kamra Eknath Shinde Controversy, #Mumbai studio

আরো দেখুন