নবীন-প্রবীণ দ্বন্দ্বে একমাত্র বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে, বিরোধীশূন্য উত্তর দমদম পুরসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবীন-প্রবীণ দ্বন্দ্ব! রাজনীতির আঙিনায় নবীনদের লড়াইয়ে নামিয়ে দিলেও কাজের ক্ষেত্রে ছড়ি ঘোরানো হয়। দলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। যার জেরে বিরোধীশূন্য হয়ে গেল উত্তর দমদম পুরসভা।
রবিবার উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিমতা মাঝেরহাটির ভোটার তালিকা সংক্রান্ত একটি বৈঠক ডেকেছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার সন্ধ্যারানি মণ্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন চন্দ্রিমাদেবী। যোগদান পর্বে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিধান বিশ্বাস। চন্দ্রিমা বলেন, ‘সিপিএম কাউন্সিলার তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ করে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির ভিত্তিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলা হয়। তারপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে সন্ধ্যারানি মণ্ডলকে দলে যোগদান করানো হয়েছে। উত্তর দমদম পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নকে ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য।’ সন্ধ্যাদেবী জানান, ‘সিপিএমে থেকে কাজ করা যাচ্ছিল না। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম।’