রাজ্য বিভাগে ফিরে যান

মানুষই দেখুক বিচারব্যবস্থার কী করুণ দশা! বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে অভিষেক

March 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে প্রায় ১৫ কোটি টাকা উদ্ধার হয় মঙ্গলবার। ঘর ভর্তি নোটের বান্ডিল মেলে। যা নিয়ে উত্তাল গোটা দেশ। এবার এই বিষয়ে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষের সুরে বলছেন, “মানুষই দেখুক বিচারব্যবস্থার কী করুণ দশা!”

সংসদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে দিল্লিতে অভিষেক। সেখানেই তিনি বললেন, “মানুষ দেখুক কী অবস্থা। যাঁদের উপর বিচারব্যবস্থার ভার, তাঁদের বাড়িতেই কাড়ি কাড়ি টাকা উদ্ধার। বিচারব্যবস্থার কী করুণ দশা!”

গত ১৪ মার্চ রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলোয় আচমকা আগুন লেগে গিয়েছিল। সে সময়ে বিচারপতি এবং তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের অন্য সদস্যেরা দমকল ডাকেন। সেই দমকলবাহিনী আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়িতে প্রচুর পরিমাণে নগদ টাকা দেখতে পায় বলে দাবি। অভিযোগ, ওই টাকা হিসাব-বহির্ভূত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিচারপতি বর্মাকে ইলাহাবাদ হাই কোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পরে তারা বিবৃতি দিয়ে জানায়, বদলির সিদ্ধান্তের সঙ্গে নগদকাণ্ডের কোনও যোগ নেই। বিচারপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি ওঠে। ওই বিচারপতির বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #Judge, #cash, #Judge In Cash Pile

আরো দেখুন