রাজ্য বিভাগে ফিরে যান

চব্বিশের পর ছাব্বিশেও কি ‘বঞ্চনা’ অস্ত্রেই বাংলার মাটিতে BJP-কে ঘায়েল করবে তৃণমূল?

March 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এবারেও প্রতিশ্রুতি পালন না-করা, মানুষের হকের পাওনা আটকে রাখা বিজেপির বিরুদ্ধে বড় ইস্যু হবে বলে মনে করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক আলাপচারিতায় অভিষেক বলেন, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা, রাস্তার প্রকল্পে টাকা আটকে রেখে বিজেপি হাঁড়িকাঠে আটকে গিয়েছে। এখন দিলেও তৃণমূলের জয়, আবার আটকে রাখলেও ভোটে বিজেপিকে জবাব পেতে হবে। বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা বিজেপি তথা মোদী সরকারের কাছে ব্যুমেরাং হয়েছে বলে মন্তব্য করেন অভিষেক।

খোদ নরেন্দ্র মোদী বকেয়া মেটানোর কথা দিয়েছিলেন। বলেছিলেন, টাকা মেটাতে উদ্যোগ নেবেন। কিন্তু সুদীর্ঘ সময় চলে গেলেও, কিছুই হয়নি! প্রতিশ্রুতি পালন করেননি মোদী। বিধানসভা ভোটে, বাংলাকে বঞ্চনা বিজেপির বিরুদ্ধে যে তৃণমূল অন্যতম বড় ইস্যু হিসেবে তুলে ধরবে তা কার্যত নিশ্চিত।

এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরার কাজে নিচুতলার কর্মীদের যুক্ত করা হয়েছে। কোনওভাবেই ভুয়ো ভোটারকে বাংলায় ভোট দিতে দেব না বলেই কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। তিনি বলেন, কেন কমিশন বলছে না কোথায় কত নতুন ভোটার যুক্ত হয়েছে? কোথায় বাতিল হয়েছে? দিল্লি আর মহারাষ্ট্রে একইভাবে করে জিতেছে বিজেপি। কিন্তু বিরোধীরা অনেক পরে সেটা বুঝতে পেরেছে। তৃণমূল এখন থেকেই সজাগ। বিজেপির ছক বানচাল করে দিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ব্যক্তিগত কাজে অভিষেক দিল্লিতে আছেন। সোমবার গিয়েছিলেন সংসদে। ‘সঙ্গম-১’ নামে সংসদের ক্যান্টিনে বসে দলের সাংসদদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন। তাঁর সঙ্গে দেখা হয় অখিলেশ যাদবের। বিরোধী জোট অটুট রাখার বিষয়ে কথাবার্তা হয়। অভিষেক আলাপচারিতায় বলেন, ইন্ডিয়া জোট অটুট আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #bjp, #abhishek banerjee

আরো দেখুন