রাজ্য বিভাগে ফিরে যান

সংখ্যালঘু ভোটেই বারবার কিস্তিমাত তৃণমূলের? অঙ্ক কষলেন দেবাংশু, দেখুন ভিডিও

March 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংখ্যালঘুদের ভোটের জোরেই কি বারবার নির্বাচনী সাফল্য পায় তৃণমূল কংগ্রেস? হিন্দু ভোট একেবারেই জোটে না তৃণমূলের? বিজেপির দাবিকে পুরোপুরি প্রমাদ বললেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। অঙ্ক কষে তৃণমূলের তরুণ নেতা বোঝালেন, কেবল সংখ্যালঘু এলাকা নয়। হিন্দু-অধ্যুষিত এলাকাতেও ফোটে জোড়াফুল। তাঁর দাবি মতে, বাংলার নির্বাচনে হিন্দু বা মুসলমান কোনও ফ্যাক্টরই নয়। বাংলায় একজনের নামেই ভোট হয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

দেবাংশু দাবি করেছেন, বাংলার ১৪৯টি বিধানসভা আসনে প্রায় ৮০ শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার আছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে সেই ১৪৯টি আসনের মধ্যে ৮০টি আসনে লিড পেয়েছিল তৃণমূল। বিজেপি এগিয়ে ছিল ৬৯টি আসনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই অসনগুলোর মধ্যে ৮৭টি আসনে জিতেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৬২টি আসন।

যে বিধানসভা কেন্দ্রগুলিতে হিন্দু ভোটার ৯০ শতাংশের বেশি, সেখানে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ৪৭টি আসনে জয় পেয়েছিল বলে জানিয়েছেন দেবাংশু। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও ৪৬টি আসনে লিড রয়েছে তৃণমূলের। বিজেপি এগিয়ে ছিল ৩৩টি আসনে।

দেবাংশুর কথায়, অনেকেই দাবি করেন যে তৃণমূল যে ৪৬ শতাংশ ভোট পায়, তার মধ্যে ৩০ শতাংশই হল সংখ্যালঘু ভোট। বাকি ১৬ শতাংশ ভোট হিন্দুদের। ৭০ শতাংশ হিন্দুর মধ্যে মাত্র ১৬ শতাংশ তৃণমূলকে ভোট দেন। সেই অঙ্কটা যে মিথ্যে, তা প্রমাণিত হয়ে গেল। ১০ জনের চারজন হিন্দু হয়ত তৃণমূলকে ভোট দেন। চারজন ভোট দেন বিজেপিকে। বাকিটা সিপিআইএম, কংগ্রেস বা অন্যান্যরা পায়। সংখ্যালঘুদের ক্ষেত্রে ১০ জনের মধ্যে ছ’জন তৃণমূলকে ভোট দেন। তিনি আরও দাবি করেন, বাংলায় হিন্দু-মুসলমানরা মমতাকেই ভোট দেন। এখানে ধর্ম বা জাত কোনও ফ্যাক্টর নয়। তিনি বলেন, “বাংলার নির্বাচনে জাত হয় না। বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর। সেই ফ্যাক্টরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Debangshu Bhattacharya, #Muslim Votes

আরো দেখুন