কলকাতা বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজের বকেয়া টাকা – ওয়াকফ বিল, মঙ্গলে একাধিক ইস্যুতে সংসদে সরব তৃণমূল

March 25, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একশো দিনের কাজে বকেয়া টাকায় বঞ্চিত শুধু বাংলাই নয়, বঞ্চনার শিকার তামিলনাড়ু ও কেরলও। এই ইস্যুতে মঙ্গলবার সংসদে ফের সুর চড়ায় মমতার সেনাপতিরা। এই MGNREGA প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সাংসদেরা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পাশে ছিলেন রাজ্য তামিলনাড়ু এবং কেরলের সাংসদরাও। বিরোধী সাংসদদের বিক্ষোভ জারি থাকায় স্পিকার ওম বিড়লা মুলতুবি করে দেন লোকসভার অধিবেশন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের বিষয়ে সর্বদল বৈঠক ডেকেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, সুখেন্দু শেখর রায়। সারবত্তাহীন এই বৈঠককে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সংসদ কক্ষে আলোচনা না করে ‘অ্যান্টি চেম্বারে’ বৈঠক করা হচ্ছে?

এছাড়াও, আজ সংসদে পাশ হয়েছে বিপর্যয় মোকাবিলা বিল। এই বিষয়ে মোদী সরকার দ্বারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে হত্যা বলে অভিহিত করেছে তৃণমূল। তাদের প্রশ্ন, সরকার বিল প্রণয়নের এখতিয়ার কোথা থেকে পেল? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত ২৩ নং বিষয়ে দুর্যোগ/বিপর্যয় ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয়। তৃণমূলের আরও সংযোজন, কেন্দ্রীয় সরকার বুলডোজার দিয়ে আইন প্রণয়ন করেছে।

লোকসভা

  1. লোকসভায় তৃণমূল সাংসদ বাপি হালদার কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্পের (১০০ দিনের কাজ) তহবিল বাংলায় দেওয়ার সময়সীমা নিয়ে প্রশ্ন করেছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২২-২০২৫ সালের মধ্যে ৩ বছর ধরে, MGNREGA তহবিলের এক টাকাও বাংলার জন্য বরাদ্দ করা হয়নি।

দেখে নিন কী দাবি জানিয়েছিলেন তিনি?

  1. ওয়াকফ বিল নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। লোকসভার সাংসদ সৌগত রায় জিরো আওয়ারে এই নিয়ে প্রস্তাব আনেন এবং সংসদে ওয়াকফ বিল না আনার দাবি জানান।

দেখে নিন আর কী দাবি জানিয়েছিলেন এই তৃণমূল সাংসদ?

  1. লোকসভার সাংসদ সায়নী ঘোষের জিরো আওয়ারে নতুন শ্রমবিধি যথাযথভাবে প্রয়োগের দাবির কথা উল্লেখ করেছেন। প্রতি সপ্তাহে মাথাপিছু সর্বাধিক ৬০ ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয়নি কারণ এটি প্রচুর চাপ সৃষ্টি করে এবং পরিবর্তে আরও বেশি লোকের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তিনি।

দেখে নিন আর কী দাবি জানিয়েছিলেন এই তৃণমূল সাংসদ?

  1. লোকসভার সাংসদ জুন মালিয়ার জিরো আওয়ারে OTT নিয়ন্ত্রণের প্রস্তাবিত বিলটি যাতে সৃজনশীলতা প্রকাশে বাধাপ্রাপ্ত না হয়, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

দেখে নিন আর কী দাবি জানিয়েছিলেন এই তৃণমূল সাংসদ?

  1. লোকসভার সাংসদ শতাব্দী রায়ের জিরো আওয়ারে কেন্দ্রীয় স্কুলগুলির উল্লেখ করেছেন। সাংসদদের ভর্তির কোটা ফিরিয়ে আনা, ক্লাস ঠিকমতো অনুষ্ঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য আরও স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং শিক্ষার্থীরা কেবল মিড-ডে মিলের জন্য আসে না, কেবল হিন্দি নয়, বাংলা-সহ মাতৃভাষায় শিক্ষাদানের দাবি জানান তিনি।
  1. দ্য বয়লার বিল, ২০২৪ নিয়ে লোকসভার সাংসদ সৌগত রায়ের বক্তব্য। দেখে নিন কী কী উল্লেখ করলেন তিনি।

রাজ্যসভা

  1. রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জিরো আওয়ারে উল্লেখ করেছেন, জাতীয় সম্প্রচারকের ক্ষেত্রে নতুন গ্লোবাল প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং বিভেদ ছড়ানোর জন্য কুখ্যাতসাংবাদিকদের নিয়োগ না করার কথা উল্লেখ করেছেন।

দেখে নিন আর কী দাবি জানিয়েছিলেন এই তৃণমূল সাংসদ?

  1. রাষ্ট্রসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিরো আওয়ারে তিস্তা থেকে জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের সঙ্গে তিস্তার জল বণ্টন চুক্তি নবায়নের শর্তের কথা উল্লেখ করেছেন।

এছারাও বিপর্যয় মোকাবিলা (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেন।

দেখে নিন কী দাবি জানিয়েছিলেন এই তৃণমূল সাংসদ?

উল্লেখ্য, আগামীকাল বুধবার সংসদে ব্যাংক সংক্রান্ত বিল এবং বৃহস্পতিবার অর্থবিল পাশ করা হবে সূত্রের খবর। তাই এটা অনুমেয় যে, আগামী দিনগুলোতেও মোদী সরকারের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের জোরালো প্রতিবাদের গর্জনে সরগরম হতে পারে সংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Parliament, #tmc, #Loksabha

আরো দেখুন