SSKM-র পর মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে চালু হল ‘মাতৃদুগ্ধ’-এর ব্যাংক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে প্রথম চালু হল ‘মাতৃদুগ্ধ’-এর ব্যাংক। এর আগে, রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার এসএসকেএম হাসপাতালে চালু হয়েছিল এই ধরনের প্রকল্প। সেটাই সরকারি উদ্যোগে প্রথম কোনও ‘মাতৃদুগ্ধ’-এর ব্যাংক। বেসরকারি হাসপাতালে এই ধরনের উদ্যোগ সচরাচর আগে কখনও দেখা যায়নি। সেক্ষেত্রে রাজ্যে র সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালের পর এবার বেসরকারি কোনও হাসপাতালে প্রথম চালু হল এই প্রকল্প।
রবিবার এর সূচনা হল রাজ্যেের খাদ্যামন্ত্রী রথীন ঘোষের হাত ধরে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, রাজ্যর মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তথা তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহা, বেসরকারি হাসপাতালের কর্ণধার আকাশ মজুমদার ছাড়াও বহু বিশিষ্ট ব্যলক্তিবর্গ।