কলকাতা বিভাগে ফিরে যান

হুড়োহুড়ি এড়াতে শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে নয়া পথ

March 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ রেল স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরনোর জন্য চালু হচ্ছে নয়া পথ। রেলের পরিসংখ্যান বলছে, দৈনিক ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করে। লোকাল ও দূরপাল্লা মিলিয়ে প্রতিদিন এই বিপুল সংখ্যক যাত্রী শিয়ালদহ স্টেশনের পরিষেবা নেন। যাত্রী সংখ্যার নিরিখে দেশের অন্যতম ব্যস্ত এই স্টেশনে ঢোকা-বেরনোর একটি বিকল্প পথ অত্যন্ত জরুরি ছিল বলেই মনে করছে রেলকর্তারা। তাই স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মের কাছে শিয়ালদহ পার্সেলের সন্নিকটে তৈরি হয়েছে নতুন পথ। বিকল্প এই রাস্তা দিয়ে শিয়ালদহ সাউথ কিংবা মেইন শাখার ট্রেন ধরতে অতি দ্রুত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। সেই সঙ্গে কোনও আপদকালীন পরিস্থিতিতে স্টেশন থেকে বেরনোর আরও একটি রাস্তা খোলা থাকবে।

নতুন এই পথ খুলে গেলে বেলেঘাটা, শ্যামবাজার, সল্টলেক সহ শহরের বিভিন্ন এলাকা থেকে শিয়ালদহ স্টেশনে আসা-যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে বলে আশাবাদী রেলকর্তারা। এখন এসব এলাকার মানুষজন সাধারণত এপিসি রোড হয়ে এনআরএস হাসপাতালের পাশ দিয়ে দীর্ঘ পথ হেঁটে শিয়ালদহ স্টেশনে পৌঁছন। নয়া পথ তাই বিশাল সংখ্যক যাত্রীর জন্য বাড়তি স্বাচ্ছন্দ্য এনে দেবে বলেই মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, নতুন এই রাস্তাটির বেশ কিছু অবস্থানগত সুবিধা রয়েছে। ফলে যে কোনও পরিস্থিতিতে স্টেশন থেকে হাজার হাজার যাত্রীকে নিরাপদে বার করে নিয়ে যাওয়া অনেক সহজ হবে। যাত্রীরা এখন সরাসরি ওয়েস্ট ক্যানাল রোড হয়ে স্টেশনে ঢুকে পড়তে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Sealdah Station, #sealdah, #New Gate

আরো দেখুন