হুইপ অমান্য করা দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯ ও ২০ মার্চ দলের হুইপ না মেনে, কোন কোন তৃণমূল বিধায়ক বিধানসভার অধিবেশনে আসেননি, তাঁদের তালিকা তৈরি করেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে তাঁদের নিয়ে বৈঠকে বসবে বিধানসভা ভিত্তিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। অনুপস্থিত বিধায়কদের জিজ্ঞাসা করা হবে, কেন তাঁরা আসেননি বিধায়কদের সতর্ক করে বার্তা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ১০-১৯ মার্চ বিধানসভায় দপ্তরওয়াড়ি বাজেট অধিবেশন হয়। অধিবেশন পর্বে ১৯ ও ২০ তারিখ সকল বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, প্রায় ৫০ জনের মতো তৃণমূল বিধায়ক দলের নির্দেশ মানেননি।
এরপর, সোমবার তৃণমূলের বিধানসভা ভিত্তিক শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ বিধানসভায় বৈঠক করেন। হাজিরা খাতায় ১৯ ও ২০ তারিখ দলীয় বিধায়কদের উপস্থিতি মিলিয়ে দেখা হয়। তৈরি হয়েছে তালিকা। ২৯ মার্চ বৈঠকে বসতে পারে তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি।
দলের নির্দেশ লঙ্ঘনকারী বিধায়কদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, সেই বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে। মনে করা হচ্ছে, ৫০ জনকে ডেকে পাঠিয়ে জবাব চাওয়া হবে। এবার সতর্কই করা হবে তাঁদের। পরের বার থেকে তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।