দেশ বিভাগে ফিরে যান

সংসদ কক্ষে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করে ‘অ্যান্টি চেম্বারে’ এত আলোচনা কেন? প্রশ্ন তৃণমূলের

March 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে উদ্ধার হওয়া নগদের বিষয় নিয়ে আলোচনার জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকেন। এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সংসদ কক্ষে আলোচনা না করে ‘অ্যান্টি চেম্বারে’ বৈঠক করা হচ্ছে?

তৃণমূলের অভিযোগ, ভুয়ো ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংসদে কোনও আলোচনাই হচ্ছে না। দলের সাংসদরা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা চেয়ে একটি নোটিশ তালিকাভুক্ত করার জন্য দশ দিন ধরে অপেক্ষা করছেন। এটা গোটা সংসদকেই অপমানিত করছে। উল্লেখ্য, সংসদে কোন বিষয়ে আলোচনা করার জন্য একটি ব্যবস্থা রয়েছে। একজন সংসদ সদস্য নির্দিষ্ট বিষয়ে আলোচনা চেয়ে হয় নোটিশ দেন অথবা একটি প্রস্তাব আনেন।

বিচারপতি বর্মার বাসভবন থেকে উদ্ধার হওয়া নগদের বিষয় নিয়ে জগদীপ ধনখড়ের ডাকা সর্বদলীয় বৈঠক নিয়ে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, নোট বাতিলের পর প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘যদি আমার উদ্দেশ্য ভুল পাও, তাহলে আমাকে জনসমক্ষে ফাঁসি দিও।’ RBI-র তথ্য অনুসারে, ৯৯.৩% বাতিল নোট আবার চালু হয়েছে, যার মধ্যে দিল্লির বাংলো থেকে পাওয়া টাকাও রয়েছে! এই বিষয়ে প্রধানমন্ত্রী কী বলবেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Parliament, #tmc, #EPIC, #Jagdeep Dhankhar

আরো দেখুন