বিবাহ স্বামীকে কখনোই তার স্ত্রীর উপর মালিকানা প্রদান করে না, মত আদালতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি মির্জাপুর জেলায় প্রদ্যুম্ন যাদব নামে এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে তাঁর স্ত্রী মামলা করেন। মহিলার অভিযোগ, তাঁর অজান্তে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেন স্বামী। এরপর তাঁর অনুমতি না নিয়েই তা ফেসবুকে আপলোড করেন তিনি। এখানেই শেষ নয়, সেই ভিডিও মহিলার তুতো ভাই এবং গ্রামবাসীদের শেয়ারও করা হয়। প্রতিবাদ জানিয়ে স্বামীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান মহিলা। সম্ভাব্য চার্জশিট থেকে অব্যাহতি পেতে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন প্রদ্যুম্ন।
সওয়াল করতে গিয়ে প্রদ্যুম্নর আইনজীবী বলেন, অভিযোগকারিনী তাঁর মক্কেলের সঙ্গে আইনত বিবাহবন্ধনে আবদ্ধ। তাই তথ্য-প্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারা এক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে, মহিলার হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাডিশনাল গভর্নমেন্ট অ্যাডভোকেট বলেন, বিবাহিত সম্পর্ক রয়েছে বলেই স্ত্রীর সঙ্গে অশ্লীল ভিডিও করে তা তুতো ভাই এবং গ্রামবাসীদের সঙ্গে শেয়ার করার অধিকার স্বামীর নেই। বৈবাহিক সম্পর্কে দম্পতির পারষ্পরিক শ্রদ্ধা এবং আস্থার বহিঃপ্রকাশ ঘটে। বিবাহ স্বামীকে কখনওই তার স্ত্রীর উপর মালিকানা প্রদান করে না।