রাজ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, রোগীদের ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি, নয়া নির্দেশিকা

March 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্যসাথী নিয়ে হাজার হাজার মানুষের অভিযোগ বহু পুরনো। বহু নামি হাসপাতালে এই কার্ডে চিকিৎসা করা হয় না। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা করতে বহু বেসরকারি হাসপাতালের প্রবল আপত্তি আছে। এই নিয়ে এবার কড়া হল রাজ্য। ৪৭টি বড় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য কমিশন। সেই বৈঠকে বহু বেসরকারি হাসপাতাল জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের খরচের সীমা বেঁধে দেওয়া উচিত।

সাস্থ্যসাথী নিয়ে হাজার হাজার মানুষের অভিযোগ বহু পুরনো। বহু নামি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করা হয় না। এনিয়ে হাসপাতালগুলিরও অনেক যুক্তি রয়েছে। অনেকক্ষেত্রেই বলা হয়, কোনও চিকিৎসার জন্য যে টাকা সরকার দিয়ে থাকে তাতে চিকিৎসা করা সম্ভব নয়। রাজ্য স্বাস্থ্য কমিশনের নির্দেশ হল, কোনওভাবেই স্বাস্থ্য কমিশন ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা রোগীদের প্রত্যাখান করা যাবে না। বড় বেসরকারি হাসপাতালগুলিতে ও নার্সিংহোমে ১০ শতাংশ স্থাস্থ্যসাথীর জন্য সংরক্ষিত করা হোক। ক্ষেত্র বিশেষে রোগীর পরিবার যদি হাসতাকালের বাইরে থেকে ওষুধ কিনতে চায় তাহলে তা ভেবে দেখতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swasthya Sathi, #West Bengal, #patients, #private hospitals

আরো দেখুন