রাজ্য বিভাগে ফিরে যান

ভোট প্রচারে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে BJP খরচ করেছে প্রায় ৬৮৫ কোটি টাকা

March 26, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত লোকসভা নির্বাচন ও চারটি বিধানসভা নির্বাচনে ২২টি রাজনৈতিক দল মিলে খরচ করেছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা! ভোটের প্রচারে কত টাকা খরচ করা হয়েছিল, তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিল দলগুলি। সেই তথ্য কমিশন নিজেদের ওয়েবসাইটে আপলোড করে। সেই তথ্য বিশ্লেষণ করতে একটি সমীক্ষা চালিয়েছিল কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ নামে একটি সংস্থা। তাতেই উঠে এসেছে নির্বাচনে বিপুল খরচের বিষয়টি।

সমীক্ষা অনুসারে, ৩ হাজার ৯০০ কোটি টাকার মধ্যে বিজেপি লোকসভা নির্বাচনে খরচ করেছে প্রায় ১ হাজার ৭৩৮ কোটি টাকা। আর চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে তারা খরচ করেছে ৪১ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে, লোকসভা নির্বাচন ও চার রাজ্যে ভোট প্রচারের জন্য কংগ্রেস খরচ করেছে প্রায় ৬৮৭ কোটি টাকা। তবে আলাদা করে চারটি রাজ্যে তারা কত খরচ করেছে, তা জানা যায়নি। কারণ, তারা পাঁচটি নির্বাচনের সম্মিলিত খরচের হিসেব জমা দিয়েছে। নবীন পট্টনায়েকের দল বিজেডি শুধুমাত্র ওড়িশাতেই লড়াই করেছিল। তারা লোকসভা ও বিধানসভা ভোটে প্রচারের জন্য খরচ করেছে প্রায় ৪১৬ কোটি টাকা। অবশ্য বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারেনি তারা। বিজেডির মতোই অন্ধ্রে ক্ষমতা হারিয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তারাও লোকসভা ও বিধানসভা নির্বাচনে খরচ করেছিল প্রায় ৩২৯ কোটি টাকা। দক্ষিণের আর এক দল ডিএমকের খরচ প্রায় ১৬২ কোটি টাকা। লোকসভা নির্বাচনে বাংলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস খরচ করেছিল প্রায় ১৪৮ কোটি টাকা।

কিন্তু এত টাকা কীসে খরচ হয়েছে? বিভিন্ন সংবাদমাধমে বিজ্ঞাপন দিতেই সবচেয়ে বেশি খরচ করেছে ২২টি রাজনৈতিক দল। বিজ্ঞাপনের জন্য তারা খরচ করেছে প্রায় ৯৯৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সংবাদপত্র, বৈদ্যুতিন সংবাদমাধ্যম, স্যাটেলাইট ও স্থানীয় চ্যানেল, ওয়েবসাইটে বিজ্ঞাপন ও ‘বাল্ক’এসএমএসের খরচ। সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে বিজেপি একাই খরচ করেছে প্রায় ৬৮৫ কোটি টাকা। ৩৬ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করেছে তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস খরচ করেছে মাত্র ১২ কোটির কিছু বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #election campaign, #Advertisements

আরো দেখুন