কলকাতা বিভাগে ফিরে যান

রাস্তা দখল করে ব্যবসা নয়, এপ্রিল থেকেই ফের অভিযানে নামতে চলেছে KMC

March 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার পুরসভায় টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বর্তমানে যেসব হকার রাস্তায় বসে ব্যবসা করছেন, তাঁদের একটা শেষ সুযোগ দেওয়া হবে। তাঁরা রাস্তা ছেড়ে ফুটপাতের নির্দিষ্ট অংশে না উঠে গেলে তুলে দেওয়া হবে। কোনওভাবেই রাস্তার উপর যত্রতত্র বসে ব্যবসা চালাতে দেওয়া হবে না। নিয়ম মানা হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে এপ্রিল থেকেই ফের অভিযানে নামতে চলেছে কলকাতা পুরসভা। বিশেষ করে নিউ মার্কেট, চাঁদনি মার্কেট সহ ধর্মতলা এলাকার বিভিন্ন রাস্তায় ধারাবাহিকভাবে অভিযান চলবে। সেই সঙ্গে ঠিক হয়েছে, আপাতত ৮ হাজার ৭২৭ জন হকারকে ‘ভেন্ডিং সার্টিফিকেট’ দেওয়া হবে।

এদিন পুরসভায় বৈঠকে টাউন ভেন্ডিং কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন হকার পুনর্বাসনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার ধবল জৈন, পুরসচিব স্বপনকুমার কুণ্ডু প্রমুখ। সেখানে হকার শংসাপত্র (ভেন্ডিং সার্টিফিকেট) দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। প্রথম দফার সমীক্ষায় যে ১৪ হাজারের কিছু বেশি হকার নথিভুক্ত হয়েছিলেন, তাঁদের মধ্যেই ৮,৭২৭ জনকে আপাতত শংসাপত্র দেওয়া হবে। এর জন্য পুরসভায় একটি ‘ওয়ান উইন্ডো’ ব্যবস্থা চালু করা হবে। টিভিসির সদস্য হকার নেতারা বলেন, ‘বাকি যে হকাররা রয়েছেন, তাঁরা ফুটপাতে ব্যবসা করলেও অনেকে বেশি জায়গা নিয়ে বসে রয়েছেন। তাঁরা নিজেদের জায়গা ঠিকঠাক করে নিলে সার্টিফিকেটও পাবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Kolkata Municipal Corporation, #KMC

আরো দেখুন