তৃণমূল সাংসদের পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়কের, তুঙ্গে জল্পনা!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারুণী মেলার আবহে বেনজির কাণ্ড মতুয়াদের ঠাকুরবাড়িতে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার।
আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা। যা মতুয়াদের মহোত্সব। এই মেলাকে কেন্দ্র করে বিগত বছর রীতিমতো আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল ঠাকুরবাড়ি। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, আর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মধ্যে চরমে পৌঁছেছিল কোন্দল। আদালতের নির্দেশে এবার একসঙ্গে মেলা পরিচালনা করছেন দু’জনে।
বুধবার সন্ধ্যায় মতুয়াদের ঠাকুরবাড়িতে যান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। মমতার সঙ্গে দেখা করেন তিনি। এমনকী, তাঁর পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় অসীমকে। তিনি বলেন, “আমরা আজকে খুব আনন্দিত। সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে, একসঙ্গে মহা বারুণী মেলা হচ্ছে। ভক্তেরা এটাই চেয়েছিল। রাজনীতি রাজনীতির জায়গা পড়ে থাকুক। আমার মা, ঠাকুর সবাই আমরা একসঙ্গে চলব।”
এই ঘটনায় অনেকেই রাজনীতির ছায়া দেখছেন। কেউ কেউ বলছেন এবার অসীম ফুল বদলাবেন। তার মঞ্চ তৈরি করে গেলেন। যদিও এই ঘটনাকে ভক্ত ও ভগবানের মহামিলন বলছেন জোড়াফুল সাংসদ। তবুও ঠাকুরবাড়ির অন্দরে রাজনীতির গুঞ্জন