তৃণমূলের মমতা ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ BJP-র শান্তনু, কোন রাজনৈতিক পটপরিবর্তন দেখবে ঠাকুরবাড়ি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মতুয়াবাড়িতে কি রাজনৈতিক সমীকরণ পাল্টাচ্ছে? জেঠিমা মমতা ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ শান্তনু ঠাকুর। যুযুধান দুই পক্ষ যেন এক হয়ে গিয়েছেন। নিজের ভুল বুঝতে পেরে শান্তনুর বক্তব্য, “আমি নিজেকে ধন্যবাদ জানাই, যে আমার বোধদয় হয়েছে।”
কলকাতা হাইকোর্টের নির্দেশে বারুণী মেলার দায়িত্ব গিয়েছে মমতা ঠাকুরের হাতে। আদালতের নির্দেশ মিলতে দুই পক্ষ সিদ্ধান্ত নেন, মানুষের কথা ভেবে তাঁরা এক হবেন। শান্তনু ঠাকুর বলেন, “আমরা কেউ না থাকলেও মেলা হবে। এটা বাস্তব কথা। বাজে বার্তা যাওয়া উচিত নয়, এটাই বড় কথা। আমি নিজেকে ধন্যবাদ জানাই, যে আমার বোধদয় হয়েছে, আমার চিত্তনিষ্ঠ হয়েছে, যে একসঙ্গে করা উচিত। তো আমি নিজের কাছে নিজেই কৃতজ্ঞ।” মমতা ঠাকুর বলেন, “সকলে একটু শান্তির জন্যই এখানে আসতে। তারা স্নান করে ঠাকুরকে পুজো দেয়। সকলে একসঙ্গে করলে, সকলেই আনন্দিত হবে।”
গত বছর বড়মা বীণাপাণিদেবীর ঘরের দখল নেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরবাড়ি। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর।