← দেশ বিভাগে ফিরে যান

Breaking ভুয়ো EPIC ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিশ দিলেন পাঁচ তৃণমূল সাংসদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূতুড়ে ভোটার ঘিরে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে চলেছে তৃণমূল। সংসদের দুই কক্ষেই তাঁরা সরব। ইতিমধ্যেই জোড়াফুল সাংসদেরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিশ দিয়েছেন একাধিকবার। ফের একবার তাঁরা নোটিশ দিলেন। জানা যাচ্ছে, ভুয়ো এপিক ইস্যুতে আলোচনার দাবিতে এবার রাজ্যসভায় একই সঙ্গে নোটিশ দিয়েছেন পাঁচ তৃণমূল সাংসদ। তাঁরা হলেন, মহম্মদ নাদিমূল হক, সাগরিকা ঘোষ, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে। রাজ্যসভার ২৬৭ নম্বর বিধি অনুযায়ী তাঁরা নোটিশ দিয়ে আলোচনার দাবি জানিয়েছেন