রাজ্য বিভাগে ফিরে যান

ফের বেলাগাম দিলীপ, আবারও মহিলাদের উপর দিয়ে গাড়ি চালানোর হুঁশিয়ারি BJP সাংসদের

March 27, 2025 | < 1 min read

যে যত ভাল অ্যাক্টিং করতে পারবে সে তত বড় নেতা, মত দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নদিয়ার গাংনাপুরে বুধবার আবারও বেলাগাম হলেন দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে উঠে ক’দিন আগে রাস্তা উদ্বোধনে বাধা দেওয়ার কথা উল্লেখ করেন দিলীপ। তিনি বিক্ষোভকারী মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন সেদিন। বুধবার নদিয়ার গাংনাপুরেও একই মেজাজে মুখ ছোটালেন প্রাক্তন বিজেপি সাংসদ।

গাংনাপুরে এক চা চক্রে দিলীপ ঘোষ বলেন, ভোট এসে গিয়েছে। কেউ কেউ ফুরফুরা শরিফে ধরনা দিচ্ছেন। উনি দেখাচ্ছেন জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করে দাও! জুতো মেরে গরুদান হচ্ছে? এরা ভেকধারী, কেউ পুতনা, কেউ হিড়িম্বা, এদের চিনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই চিনেছিলেন। ছাড়েনি পুতনাকে। উনি বুঝেছিলেন কে পুতনা, তিনি তাঁর প্রাণ নিয়ে নিয়েছিলেন।

খড়গপুরে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল, মেয়ে বলে। ভাই, তোরা তো মেয়েদের ভোগের বস্তু বলে মনে করিস। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি। মায়ের আসনে সীতাকে বসাব, পুতনাকে বসাব না। এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব আমরা। কারণ ওরা ছদ্মবেশে মা সেজে এসেছে। শ্রীকৃষ্ণ মাত্র ৬ দিন বয়সেই বুঝে গিয়েছিলেন। আমাদের ৬০ বছর বয়স হয়ে গেল। এবার বুঝুন। পুতনা যদি সত্যিই মা হতেন তাহলে আমরা তার ছবি রাখতাম। আমরা তো সীতার ছবি রাখি। নিজের ছেলেকে দুধ দেয় না সে পরের ছেলেকে দুখ খাওয়াতে এসেছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #bjp, #dilip ghosh, #Derogatory remarks

আরো দেখুন